
শিরোমনি ডেস্ক রিপোর্ট: বিদেশ যেতে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এনডোর্সমেন্ট) নিতে হয়। একজন বাংলাদেশি নাগরিক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত দেশের বাইরে খরচ করতে পারেন। এই অনুমোদন দেয় সরকারি-বেসরকারি ব্যাংক ও মানি চেঞ্জারগুলো। ডলার খরচ কমাতে এখন থেকে যাচাই-বাছাই করে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমোদন দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।পাশাপাশি কী পরিমাণ ডলার খরচ করেছে, তা-ও যাচাই করে দেখতে বলা হয়েছে। দেশের কেউ যাতে বিদেশ গিয়ে সীমার বেশি ডলার খরচ করতে না পারেন, সে জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কার্ডের পাশাপাশি মানি চেঞ্জার ও ব্যাংকের অনুমোদিত ডলারের তথ্য যাচাই করতে বলেছে। পাশাপাশি একই বছরে দুটো পাসপোর্ট ব্যবহার হলে আগেরটিও যাচাই করে নতুনটিতে ডলার ব্যবহার অনুমতি দিতে বলা হয়।এখন ব্যাংকগুলো পাসপোর্টের মেয়াদ থাকা পর্যন্ত ডলার ব্যবহারের অনুমোদন দিয়ে থাকে। ডলার কিনলেই পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমোদন দেয় ব্যাংক ও মানি চেঞ্জারগুলো।