রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
পত্নীতলা উপজেলায় কালভার্ট নয় এ যেন মরন ফাঁদ
স্থানীয়রা জানান বর্ষা মওসুমে ওই রাস্তা দিয়ে ১০ চাকার বালি ভর্তি ট্রাক চলাচলে কালভার্টটি ভেঙ্গে যায় বর্তমানে ওই রাস্তাটি নজিপুর হতে ধামইর হাট উপজেলার গুরুত্বপূর্ণ রাঙামাটি হাটে যান চলাচলে জন সাধারণের ভোগান্তি বেড়েছে।
৪ মাস অতিবাহিত হলেও কালভার্টটি পুনঃ স্থাপন বা সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, কালভার্টটি অধিকাংশই ভেঙ্গে পড়েছে, যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার লোক যাতায়াত করে। কালভার্ট পারাপারে প্রতিনিয়তই তারা বিপদে পড়ছেন। বেশি ভোগান্তির শিকার হচ্ছেন রোগী, বয়স্ক লোক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাদের অনেক বিড়ম্বনা পোহাতে হচ্ছে ।
পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, কালভার্টটির জন্য জরুরি পদক্ষেপ গ্রহন করা হচ্ছে উপজেলায় আরও ৫ টি কালভার্ট একই অবস্থা এগুলো জরুরি ভাবে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন পেলে খুব শীঘ্রই টেন্ডারারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.