রাকিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি:শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নের সোনার মোড় দাসপাড়া রাধা গোবিন্দ মাঠ (২৩ ডিসেম্বর) শুক্রবার সকল ১১ টায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং বাস্তবায়নে,নাগরিক উদ্যোগের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সচেতনামূলক পথ নাটক "" স্বপ্নভঙ্গ"" প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালিকা অষ্টমী মালো। তিনি বলেন পিছিয়ে পড়া মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে,আমরা যেন কোন প্রতিবন্ধী ব্যক্তি কে দেখে মানবিক আচরণ করতে হবে এবং অবহেলিত মানুষদের প্রতি যত্নশীল হতে হবে। আজকের নাটক স্বপ্নভঙ্গ এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন,আমাদের মত যারা প্রতিবন্ধী আছে তাদের সাথে সবাই কেমন ব্যাবহার করে,এই নাটক দেখে সকলকেই সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নময় শিল্পী গোষ্ঠীর পরিচালক বাবু সাগর বিশ্বাস নদী বিশ্বাস,প্রদীপ কুমার দীপ,শংকর দাস,রাহুল মন্ডল,দিলীপ মালো,রেখা গায়েন,সুধা মণ্ডল,দিথি মন্ডল,শিমুল মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]