রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
রেদোয়ান হাসান,সাভার থেকেঃ বকেয়া এক মাসের বেতনের দাবিতে সাভারে ঢাকা-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে।
শ্রমিক আমজাদ হোসেন জানান, হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার কিউ পয়েন্ট ফ্যাশন লিমিটেড কারখানার পাঁচ শতাধিক শ্রমিকের জানুয়ারি মাসের বেতন প্রদানের কথা ছিলো গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তবে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে সেদিন কারখানা থেকে চলে যায়। পরে এঘটনায় শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-মানিকগঞ্জ সড়কের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় অবরোধ করে রাখে।
এসময় সড়কটির দুই পাশে আটককা পড়ে কয়েক’শ যানবাহন। সড়কে চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.