দুঃসহ যানজট আর রাজধানী ঢাকা যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। তবে ঢাকাবাসীর বড় একটা অংশ প্রতি ঈদে গ্রামের বাড়ি গেলে দৃশ্যপট বদলে যায়।তখন ঢাকা ফাঁকা হয়ে যায়। রাস্তায় বের হলে মনেই হয় না জ্যামের শহর এটা।
এবার ঈদুল আযহার ছুটিতেও রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেছে। শনিবার (০৯ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরা থেকে শাহবাগ আসতে যেখানে সময় লাগতো আড়াই ঘণ্টা, সে রাস্তায় গণপরিবহনে যেতে সময় লাগছে ৩০ মিনিট।
ব্যক্তিগত গাড়ি হলে সময় আরও কম লাগছে।ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে গত বুধবার থেকেই মানুষ ঢাকা ছাড়ছে। ৮০ লাখের বেশি মানুষ রাজধানী ছেড়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোতে এখন আর ব্যস্ততা নেই। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন ও হাইকোর্ট এলাকার রাস্তাগুলো এখন ফাঁকা। মাঝে মধ্যে কয়েকটি ব্যক্তিগত ও গণপরিবহন দেখা গেলেও যানজটের কোনো চিহ্ন নেই। তবে যানযট না থাকলেও গণ-পরিবহনের সংখ্যা কমে গেছে। সিএনজি ও রিকশা চালকেরা স্বাভাবিক সময়ের দ্বিগুণ দাম চাচ্ছে। শেষ মুহূর্তে যারা বাড়ি যাচ্ছেন, তারা এসব যানবাহনে করে লঞ্চ ও বাস টার্মিনালে এবং রেলওয়ে স্টেশনে যাচ্ছেন।