ছবির একটি চরিত্রের জন্য কতকিছুই না করতে হয় একজন তারকাকে। চরিত্রের প্রয়োজনে একেক সময় একেক লুক আনতে হয়। নিজের অভিনীত 'মিমি' সিনেমায় ওজন বাড়িয়ে এবার আলোচনায় এসেছেন বলিউড তারকা কৃতি শ্যানন।
সেই সিনেমার জন্য কৃতিকে দিনরাত খেতে হয়েছে শুধু মোটা হওয়ার জন্য। এতে সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। এ কারণেই মাত্র ৩ মাসে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল এ অভিনেত্রীকে।
এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি মিমিতে তার চরিত্র দিয়ে শুধু মানুষের হৃদয়ই জয় করেননি, বরং ওয়েট গেইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
কৃতির ওজন বাড়ানোর জন্য কঠোর পরিশ্রমের জন্য প্রশংসার পাশাপাশি, তার এই লুক প্রশংসা করছেন অনেকেই।
মিমির জন্য ১৫ কেজি ওজন বাড়ানো খুব একটা সহজ বিষয় ছিল না। এর জন্য, তিনি তার খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছিলেন। খাদ্যাভাসের তালিকায় ছিল পিৎজা ও বার্গার। ছবির ট্রেলারের আগে হৈচৈ শুরু হলেও এখন গল্পটিও দর্শকরা বেশ পছন্দ করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]