ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এবং নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার মাগরিববাদ আওয়ামী লীগের ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, কেসিসি ২নং ওয়ার্র্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৪নং ওয়ার্ড সেক্রেটারী খ. ম লিয়াকত আলী, থানা আ’লীগ নেতা সেলিম রেজা, সুরুজ্জামান হানিফ, শাকিল আহম্মেদ,বাবুল হোসেন, শেখ গোলাম রব্বানী, থানা যুবলীগের যুগ্ন আহবাযক অলিয়ার রহমান রাজু, ওয়ার্ড আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, মাসুদ পারভেজ সোহেল, আবু নাঈম, আব্দুল আউয়াল আজদ, নাসির উদ্দিন, আব্দুল ওহাব, সেকেন্দার আলী, কামাল মুন্সি, খালিদ বেগ, কাজী মঈনুল ইসলাম বাবলূ, হাবিবুর রহমান,ইমরান মীর, ইসমাইল হোসেন ইমন, সুমন মুন্সী, রানা আহম্মদ, মাসুম খন্দকার, রবিউল ইসলাম, এ্যাড. নার্গিস খানম, শিউলী আক্তার, নিলা নাছির, ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে খানজাহান আলী থানা, ২নং ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। আলোচনা সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।