রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ আগস্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ২৮ সফর ১৪৪৭
১৯ বছর পর ছাত্রলীগের কমিটি, অভিযোগেই বিলুপ্ত
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ঢাকার ধামরাইয়ে উপজেলা কমিটির এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর বিলুপ্ত করা হয়েছে ছাত্রলীগের কমিটি। ১৯ বছর পর হওয়া কমিটি পূর্ণাঙ্গ হওয়ার গুঞ্জন উঠতেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে বিলুপ্তির মুখে পড়লো উপজেলা ছাত্রলীগের এ কমিটি।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রস্তাব কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।এতে বলা হয়, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অন্তর্গত ধামরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হলো।উল্লেখ্য, গত ২৩ মে ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেলের বিরুদ্ধে একই কমিটির সভাপতি পদপ্রার্থী মো: জামিলকে মারধরের অভিযোগ ওঠে।তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রবিউল আউয়াল রুবেল। তিনি বলেন, আমি এমন কোন ঘটনার সঙ্গে জড়িত নই। এটা ওই সময়ের স্কেলের ও আমাদের কার্যালয়ের আশপাশে থাকা লোকজনের কাছে জানতে চাইলেই পাওয়া যাবে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই বহিষ্কারের ঘটনা এখানকার ছাত্রলীগকে পিছিয়ে দেবে। যে চক্র গত ১৯ বছর এখানে ছাত্রলীগকে দাঁড়াতে দেয়নি, আজ্ঞাবহ করে রেখেছে তারাই ছাত্রলীগের অগ্রগতিকে আবারো বাঁধাগ্রস্ত করতে এই বানোয়াট ঘটনার জন্ম দিলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.