এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি চারচালা বসত ঘর,নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।এতে আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন- আবদুল হাকিম , জহিরুল ইসলাম ও মাছুয়া বেগম। তাঁরা হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন । বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাঁও গ্রামের আবদুল হাকিম ও জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়সূত্রে ও বাড়ির মালিক আবদুল হাকিম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে হাঠৎ ঘুম থেকে জেগে দেখি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিক সবাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।পরে সবাই মিলে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হলেও এতক্ষণে আমার ও ভাই জহিরুলের দু’টি চার চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার ঘরের আলমিরাতে থাকা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৫ ড্রাম চাউল ও ঘরের ফার্ণিচারসহ অন্যান্য মালামাল এবং আমার ছোট ভাই জহিরের ঘরে থাকা ৩০মণ মরিচ ২মণ তিলসহ তার ঘরে থাকা ফার্নিচার ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে হোমনা ফায়ার সার্ভিসকে ফোন করলেও তাঁরা রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে ঘটনাস্থলে আসতে পারেনি ।হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গণি জানান, খবর পেয়ে দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থলে যাই । কিন্তু যাওয়ার রাস্তা সরু থাকায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে আমি পাঁয়ে হেটে ঘটনাস্থলে গিয়েছি। তবে আমার ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।আমি আমার পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব ।হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন,আমি ঘটনাস্থল পদির্শন করেছি ।আগুনে ক্ষতিগ্রস্তদের উপজেলা দুর্যোগ ব্যবস্থানা তহবিল থেকে টিন ও আর্থিক অনুদান দেয়া হবে।
Notifications