রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
হালুয়াঘাটে ইটভাটায় জরিমানা ৫০ হাজার টাকা
এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।২৩শে অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ধুরারাইল এ টিএসবি ইট ভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট ভাটার নিবন্ধন না থাকার অপরাধে ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।তৌহিদুর রহমান বলেন, শনিবার দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধরাবন্নি এলাকায় ইটভাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভাটার নিবন্ধন না থাকায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.