মুরসালিন চৌধুরী, হাটহাজারী উপজেলা প্রতিনিধি: স্টুডেন্ট অব দ্যা ইয়ার পেলেন ল্যাপটপ প্রত্যয় মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ।
হাটহাজারীতে শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশের প্রত্যয় সৃজনশীল মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজিদুল ইমরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামীম উদ্দিন খাঁন।
মীর আশকার ও সুমি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় মুখ্য আলোচক ছিলেন চবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েত উল্যা পাটওয়ারী।
উদ্বোধক ছিলেন রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ।
মোটিভেশনাল বক্তা হিসেবে ছিলেন অধ্যক্ষ কর্ণেল আবু নাসের মোহাম্মদ তোহা।গেষ্ট অব অনার হিসেবে ছিলেন অধ্যাপক আবুল হাশেম।
সম্মাননা স্মারক,নগদ অর্থ, মেডেল ও সনদপত্র বিতরণে অন্যান্যদের মধ্যে ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্টপোষক লায়ন হাফিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, মোশাররফ হোসেন চৌধুরী, চেয়ারম্যান আবদুল কাদের, সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদ, সহ-সভাপতি আশরাফ হোসেন ফাহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ২শ জন শিক্ষার্থীদের পুরস্কার এবং একজনকে স্টুডেন্ট অব দ্যা ইয়ার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
Notifications