রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ৮ রবিউল আউয়াল ১৪৪৭
হাজীগঞ্জে শিশুর রহস্য জনক মৃত্যু;সন্দেহ মা কে
সবুজ ভদ্র,বিশেষ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর শাহরিন নামে চার মাস বয়সের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ৬ আগস্ট শনিবার ভোর বেলায় ৫নং সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ খবর পেয়ে সকালে নিহত শিশু শাহরিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। নিহত শিশুটি বাড্ডা মিজি বাড়ির প্রবাসী ফারুক হোসেন মিয়াজির একমাত্র কন্যা সন্তান ।সংশ্লিষ্টরা ব্যক্তিগণ জানায়, শনিবার সকালে মায়ের হাতে শিশু খুন হয়েছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে হাজীগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দীন বাড়িতে যায়।এ সময় তিনি নিহত শিশুর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে থানা হেফাজতে নিয়ে আসে।শিশুটির মা মুনছুরা বেগম বলেন, অন্যদিনের মতো শিশুটিকে নিয়ে ঘুমিয়েছিলাম। রাতে কয়েকবার স্তন পান খায়। কিন্তু রাত তিনটার পর শিশুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে সবাইকে খবর দেই। এরপর শিশুটি মারা গেছে বলে সবাই বুঝতে পারে।এদিকে শিশু শাহরিনের মৃত্যুর বিষয়টি নিয়ে তার প্রবাসী বাবা ও দাদার পরিবারের সদস্যরা রহস্যজনক বলে মনে করেন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.