মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট বাসস্ট্যান্ড থেকে কাঁচপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হাইওয়ে রোডে ফের বৃদ্ধি পেয়েছে সিএনজি অটোরিক্সা ও বেটারি চালিত রিক্সার দৌরাত্ম। আইন-শৃঙ্খলা বাহিনীর সারাসী অভিযানের পর দীর্ঘদিন হাইওয়েতে সিএনজি অটো-রিক্সা ওঠা বন্ধ থাকলেও বর্তমানে এর অবস্থা ভিন্নরুপ ধারন করেছে। এখন প্রতিদিন কম হলেও শতাধিক সিএনজি অটো-রিক্সা ও বেটারি চালিত রিক্সা এই ব্যস্ততম মহাসড়কের উপর প্রশাসনের চোখ ফাকি দিয়ে অবৈধভাবে চলাচল করছে। এতে মহাসড়কে বাড়ছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং অন্যদিকে বাড়ছে মানুষের জান-মাল ও গাড়ী ছিনতাইয়ের মত ঘটনা। সর্বক্ষণ হাইওয়ে পুলিশের ট্রহল নজরদারি থাকলেও এসবের তোয়াক্কা করছেনা সিএনজি অটো-রিক্সা চালক ও মালিকগণ। এসব সিএনজি অটো-রিক্সা চালকগন একত্রিত হয়ে ট্রহল পুলিশের খোজ খবর নিজেদের মধ্যে আদান-প্রদান করে এবং সুযোগ বুঝে হাইওয়েতে উঠে পড়ে। এছাড়াও এই রাস্তায় চলাচলকারী যাত্রী ও সাধারণ জনগনের অভিযোগ রাত্রিকালীন সময়ে প্রায়ই তাদের নিজেদের জান-মাল ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং এসব ছিনতাইয়ের ঘটনায় গাড়ী চালকগন প্রত্যক্ষভাবে জড়িত থাকেন। তারা আরো বলেন, বর্তমানে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের জন্য এলাকাবাসী ও চলাচলকারী যাত্রীরা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানিয়েছেন।
Notifications