
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ শেখ হাসিনার বারতা নারী পুরুষ  সমতা, প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রীরা র্যালিতে অংশগ্রহণ করেন।পরে উপজেলা পরিষদ মিলায়াতন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা খাতুন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর হুসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারন সম্পাদক এইচ মাহাবুব মিলু প্রমূখ।
                     
                    
                    
                    
	
				
		no views