সাজ্জাদ হোসেন স্বদেশ, ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গত ১২.০৭.২২ তারিখে ভেদরগঞ্জ উপজেলার, ছয়গাঁও নিবাসী, মুহাম্মদ নুরুজাম্মান আকন্দ মোটরসাইকেলে করে তার মা কে নিয়ে শরীয়তপুর সদরে যাওয়ার পথে, রাস্তার উপরে থাকা অপরিকল্পিত ড্রেজার লাইনের বিটের সাথে ধাক্কা লেগে পিছন থেকে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন তার মা। এরপর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক গন তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আই.সি.ইউ তে ভর্তি করা হয়,অবস্থার অবনতি দেখে পরবর্তীতে সোহরাওর্য়াদী হাসপাতালে ভর্তি হলে গত ১৪.০৭.২২ তারিখ আনুমানিক রাত ১২:২৮ এ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।মায়ের মৃত্যুতে শোকাহত মুহাম্মাদ নুরুজাম্মান আকন্দ বলেন, অপরিকল্পিত ভাবে এভাবে ব্যস্ততম সড়কে অবৈধ বালু উত্তলনের ড্রেজার পাইপ বসিয়ে আর কোনোও অপ্রীতিকর দূর্ঘটনা জেনো না ঘটে সে জন্যে সে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আর্কষন করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ড্রেজার পাইপ লাইন টি রাস্তার মধ্যে আড়াআড়ি ভাবে বসানো হয়েছে, প্রতিদিন ভেদরগঞ্জ টু শরীয়তপুর সদরে এই পথে হাজারো যাত্রী ও পন্য বাহী যান চলাচল করে,নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজিবাইক চালক আমাদের জানান, “এই ভোগান্তির শেষ কবে! গাড়ি চালানোর সময় পাইপের সাথে গাড়ির ঘর্ষনের ফলে দূর্ঘটনা ঘটতে কত্তোক্ষন ” পথচারী এক যাত্রী বলেন, “এমনিতেই গর্ত আর ইটের সলিং রাস্তায় এমন অব্যবস্থাপনা মোটেও ঝুকিঁমুক্ত যাত্রা নয়। অপরিকল্পিত ড্রেজার লাইন ও পরিবেশের হুমকি বালু উত্তোলন বন্ধেরও দাবি জানান তারা। উক্ত মর্মান্তিক ঘটনা ঘটে ভেদরগঞ্জ উপজেলাধীন ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজার নামক এক স্থানে। ব্যস্ত সড়কে এমন অব্যবস্থাপনা ড্রেজার লাইন যেনো না থাকে, যানবাহন ও যাত্রীরা যেনো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এজন্য সংশ্লিষ্ট সরকারী কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী যাত্রী ও যানবাহন শ্রমিক বৃন্দ।