মোঃ আল-আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নীলফামারী জেলা কমিটির আয়োজনে
আজ ২০/০৪/২০২৫ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদান ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা গত ২৮/০১/২৫ ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কতৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করন সহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা আহবায়ক রবিউল ইসলাম এর সভাপতিত্বে মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রজব আলী, রশিদুল ইসলাম, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, মোশাররফ হোসেন, ইলিয়াস আলী, আ: গনি বদরুল আলম, সিরাজুল ইসলাম, রুস্তম আলী, এনামুল হক,সহ প্রমুখ ৩৯ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় বৈষম্যের শিকার দেশের সকল স্বতন্ত্র এবতেদায়ীর মাদ্রাসার শিক্ষক – শিক্ষিকারা গত ১৯/১/২৫ ইং থেকে ২৮ /০১/২৫ ইং তারিখ পর্যন্ত আন্দোলনরত শিক্ষক দের মাঝে সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কতৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করন সহ ৬ দফা দাবি পুরণের ঘোষণা দেন। কিন্তু অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষক রা হতাশ, তাই বাধ্য হয়ে গত ১৫ /০৪/২৫ ইংতারিখে উপরোক্ত ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কতৃক দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কর্মসূচির অংশ হিসাবে নীলফামারী জেলার সকল মাদ্রাসা র শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উপরোক্ত ঘোষিত কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা আরও বলেন আগামী ১২ মে ২০২৫ ইং এর পুর্বেই সরকার কতৃক ঘোষিত দাবি বাস্তবায়ন না হলে দেশের সকল জেলার শিক্ষক শিক্ষিকাদের ন্যায় নীলফামারী জেলার সকল শিক্ষক শিক্ষিকা দের নিয়ে আগামী ১৩ মে ২০২৫ ইং জাতীয় প্রেসক্লাবের সামনে পুর্বের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানানো হলো।
৬ দফা দাবি সমুহ হলো : ১/ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গবেষণা রিসার্চ ইনস্টিটিউট কতৃক স্ট্যাডী রিপোর্টের সুপারিশের আলোকে অনুদান ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করনের ঘোষণা বাস্তবায়ন।
২/স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা রেজিষ্ট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করন
৩/ রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসা গুলো কে কোড নম্বরে অন্তর্ভুক্ত করণ।
৪/ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা, নীতিমালা ২৫ অনুমোদন করণ।
৫/ প্রাথমিক বিদ্যালয়ে র ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ।
৬ / প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রাক এবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা ও তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করণ।
Notifications