রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
সোনারগাঁ পৌরসভায় ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায়, “এমপি খোকা”
মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের অধীনে বিভিন্ন ওয়ার্ডে আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।আজ মঙ্গলবার (২ নভেম্বর )দুপুরে সোনারগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। ভিত্তি প্রস্তর স্থাপনকালে লিয়াকত হোসেন খোকা বলেন, আগামী বছরের মধ্যে সোনারগাঁ পৌরসভার বাকি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবো। আমি বিগত দিনগুলোতে পৌরসভা এবং অত্র সোনারগাঁয়ে ব্যাপক কাজ করেছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। এসময় তিনি আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকলকে।অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম (ইউএনও), সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান , মোহাম্মদ নজরুল ইসলাম মিয়া- প্রকল্প পরিচালক, (৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা এবং মোহাম্মদ খালেদ সালাহউদ্দিন- নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নারায়গণঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.