মোঃ মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় বস্তল স্ট্যান্ড থেকে শুরু হয়ে মালিপাড়া প্রাইমারি স্কুলে পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ওসমান মেম্বার, জামপুর ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক ইয়ামিন, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি রবিউল্লাহ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী ও সুলতান আল মামুন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুল ইসলাম, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ রুহুল আমীন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, জামপুর ইউনিয়নের যুবদলের কাউসার, যুগ্ন আহবায়ক আমিরুল, যুবদলের সদস্য শহীদ, যুবদলের নেতা সুমন, রমজান, মাসুম, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
“গত বছরের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে। এই দিনটি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমি ও আমার নেতাকর্মীরা তখন মাঠে ছিলাম। অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয় ধরে রাখতে আমাদের সবার ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধাভরে স্মরণ করি।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি জনগণের সেবার জন্য, টাকা কামানোর জন্য নয়। বরং নিজের টাকা খরচ করে রাজনীতি করি। ভবিষ্যৎ সংসদ নির্বাচনে মহান আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি আপনাদের মাঝে সেবক হিসেবে কাজ করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে আছি, মাঠেই থাকব, ইনশাআল্লাহ।”সোনারগাঁয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালির্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে সোনারগাঁয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।