
মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নান ভাইয়ের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।প্রচারণায় নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব দলের জামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক লুৎফর, যুগ্ম আহ্বায়ক আমিরুল, যুগ্ম আহ্বায়ক সুজন, বিএনপি নেতা মোস্তফা, শফিউল্লাহ ভুইয়াসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।প্রচারণাকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আজারুল ইসলাম মান্নান একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। জনগণের সুখ-দুঃখে তিনি সব সময় পাশে থাকেন। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন, জামপুর ইউনিয়নের মানুষ এবার ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে আজারুল ইসলাম মান্নানকে বিজয়ী করবেন।প্রচারণা শেষে বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।