মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনের চিকিৎসার দায়িত্ব নিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেনের অসুস্থ, খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাও আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক
রোববার সকালে অসুস্থ বিল্লাল হোসেনকে দেখতে বারদী মিস্ত্রিপাড়া বিল্লাল হোসেনের বাড়িতে যান তার খোঁজ খবর নেন। এ সময় তিনি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন পরে তাকে আর্থিক সহযোগিতা করেন এবং তিনি বলেন আজ থেকে বিল্লাল হোসেন চিকিৎসার দায়িত্ব আমি নিলাম।
উল্লেখ থাকে যে উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। এসময় অসুস্থ নেতা ও তার পরিবারের খোঁজ খবর নেন।