
সোনারগাঁ উপজেলা, জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে শুরু হয়েছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা। জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এই প্রচারণায়।
এ সময় প্রচারণায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য কামাল মিয়া, স্বেচ্ছাসেবক দলের জামপুর ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল, সাইফুল, যুবদলের জামপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক লুৎফর, যুগ্ম আহ্বায়ক সুজন, জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের যুবদলের নেতা আনোয়ার হোসেন, মাইনুদ্দিন, জামপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম, সহ-সভাপতি জোবায়ের, সহ-সভাপতি সাব্বির, বিএনপির নেতা শফিউল্লাহ ভূঁইয়া,মাসুম বিল্লাহ, আওলাদ সহ আরও অনেক নেতাকর্মী।
এরা সবাই বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন এবং জনগণের মাঝে বার্তা পৌঁছাচ্ছেন যে, তারা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে শক্তিশালী সমর্থন প্রদান করবে।
প্রচারণায় জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নেতারা জনগণকে আশ্বস্ত করেছেন যে, ধানের শীষের সরকার এলে তাদের জীবনমানের উন্নতি হবে এবং দেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে।
এসময় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা-কর্মী উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এবং দলটি আগামী দিনে আরও শক্তিশালী প্রচারণা চালানোর পরিকল্পনা করছে।