
মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার মান উন্নয়নকল্পে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জামপুরের বশিরগাঁও এলাকায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি
সাবেক ছাত্রনেতা,সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণগঞ্জ -০৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষক- ওশিক্ষিকাবৃন্দ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৩১ দফায় লিফলেট বিতরন করা হয়।
এদিকে আল মুজাহিদ মল্লিক এর নির্দেশনায় নেতাকর্মীরা উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্ব সনমান্দী ও ফতেপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।