মোঃ মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা জামপুর ইউনিয়নে পেরাবো বাজার থেকে মাসাব চৌরাস্তা পর্যন্ত রাস্তাটি চলাচল করার অনউপযোগী দীর্ঘদিন ধরে। বরপা থেকে বাংলার তাজমহল, চলাচলে একমাত্র রাস্তা এটি গর্ত আর খানাখন্দে ভরা। একেবারে চলাচলের অনুপযোগী। রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই।
গণপরিবহনগুলো চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। ব্যক্তিগত ছোট গাড়ি ও পিক-আপগুলো খানাখন্দে পড়ে আটকে থাকছে , অনেক সময় গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে বিভিন্ন যানবাহন। কখনো আবার রিকশা-ভ্যান, পিক-আপ উল্টে যাচ্ছে। (১১ জুলাই ) শুক্রবার সকালে সোনারগাঁও পেরাব এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অনেকের সরকারি রাস্তার এ বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন, মানববন্ধনে আসা লোকজন। তারা সংক্ষিপ্ত বক্তব্য বলেন রাস্তাটি কিছু অংশ সোনারগাঁয়ে ও কিছু অংশ রূপগঞ্জ হয় রাস্তার টেন্ডার হল এই রাস্তাটুকু দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে আছে । মানববন্ধন থেকে দাবি জানিয়েছেন প্রশাসনিক ভাবে দ্রুত রাস্তা টি মেরামতের জেন ব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]