
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডঃ মো: ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সোনারগাঁওয়ের সাধারন নাগরিক ও ভোটার। আজ শুক্রবার ২৩ জানুয়ারী বিকেলে সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক’শ নাগরিক ও ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয়া হয় নির্বাচন কমিশন থেকে। তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ডঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। তবে কর্মী সমর্থকদের বাঁধায় মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। ফলে প্রার্থীতা টিকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা। কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গত ২২ শে জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে যারপরনাই ক্ষুব্ধ হন দাড়িপাল্লার সমর্থকরা।