নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ বগুড়া সোনাতলা প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ার সোনাতলায় মানববন্ধন পালিত হয়েছে। সোনাতলা প্রেসক্লাবের আয়োজনে ২২ মে শনিবার পৌর এলাকার সোনালী ব্যাংক মোড়ে বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে আটকে রেখে হেনস্থা করে শারীরিক ও মানসিক নির্যাতন করে,গুরুত্বপূর্ণ তথ্য চুরির অপবাদে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তির দাবি রেখে বক্তব্য দেন,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,সাধারন সম্পাদক ইমরান হোসাইন লিখন,উপজেলা খেলাঘর আসরের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহসিন আলী তাহা,সাংবাদিক লতিফুল ইসলাম,কাজী হাবিবুর রহমান,ইকবাল কবির লেমন জাহিনুর ইসলাম, শামীম আকতার রতন, রিমন আহম্মেদ বিকাশ, আব্দুল করিম জামাল,আব্দুর রাজ্জাক, মিনহাজুল বারী মিম, বাঙালি বার্তা উপ-সম্পাদক এম মেহেরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ ম-ল, সাংবাদিক সাজেদুর আবেদীন শান্ত। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার ফয়সাল আহম্মেদ, মোস্তাফিজুর রহমান পিন্টু, আমিরুল ইসলাম,নুরে আলম সিদ্দিকী সবুজ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]