শিমন আহম্মেদ বাদল,সোনাতলা উপজেলা প্রতিনিধি: ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সোনাতলায় বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গদলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি পৌর সদর প্রদক্ষিণ করে।
বিজয় র্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বগুড়া-১ আসনে বিএনপি’র সর্বশেষ মনোনিত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।
পরে পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে পৌর সদরের শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একেএম আহসানুল তৈয়ব জাকির।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব মোহন, মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, বিএনপি নেতা ও দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এম জেড ইসলাম কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক ও শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি জহুরুল ইসলাম মন্ডল শেফা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সভাপতি বেলাল আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালন করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন রঞ্জু, এসএম আব্দুল হাদী ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুণ, যুবদল নেতা সাগর আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল ওহাব হক, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।