রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ আগস্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ২ রবিউল আউয়াল ১৪৪৭
সোনাগাজীর আহত স্বর্ন ব্যবসায়ীর ১১ দিন পর মৃত্যু
অর্জুন ভাদুড়ির পরিবার জানায়, আহত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুরতর আগাতের কারণে তার মাথায় জটিল অপারেশন করা হয়েছে। শুক্রবার বিকেলে তার আবার কিডনি ডায়ালেসিস করার পর, অবস্থা আরো গুরতর ধারন করলে তাকে আইসিওতে রাখা হয়। রাত দুইটার দিকে হৃদরোগের জনিত সমস্যায় ওনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
অর্জুন ভাদুডির ভাতিজা মানিক ভাদুডি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকালে কিডনি ডায়ালেসিস করার পর তার শারিরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।পরে রাত ২ টার দিকে চিকিৎসরা তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, গত রবিবার ৩০ অক্টোবর দুপুর ২ টায় সময় দুই টি মোটরসাইকেল যোগে ৬ জন ডাকাত ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। অন্য দোকানীরা কিছু বুজে উঠার আগেই দোকানদার কে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করে। ডাকাত দল ওই সময় বেশ কয়েকটা ককটেল পাঠিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে তাড়াহুড়ো করে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.