মোঃ মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ে মোগড়াপাড়া ও বৈদ্যেরবাজার ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
১০ আগষ্ট রবিবার বিকেলে আনন্দবাজার, বৈদ্যেরবাজার, কাইকারটেক বাজারে সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহ আলম,মোগড়াপারা ইউনিয়ন বিএনপি নেতা জুলহাস,
মোগড়াপারা ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপি নেতা হালিম,
৭ নং ওয়ার্ড বিএনপি নেতা,কাজী সাদ্দাম,মোগড়াপারা ইউনিয়ন বিএনপি নেতা।মোগড়াপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সুমন, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প কিছু দিনের জন্য ক্ষমতায় ছিলেন এত অল্প সময়ের মধ্যে তিনি এত জনপ্রিয় হয়ে উঠেন তা নজিরবিহীন ছিল। তার আদশ্যকে বুকে ধারন করে মানুষের কল্যানে সব সময় কাজ করে যাব । দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেএী যার হাত ধরে রাজনীতি করে এসেছি। বর্তমানে বিএনপির হাল ধরেছেন তারেক রহমান তিনি দেশের বাইরে থেকে ও দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তা অতুলনীয় সামনে নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গণতন্ত্র ফিরে পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে এবং কারো ভিতরে লোভ লালসা করা যাবে না এবং দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাব আমাকে সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে পাবেন তাই সকলের নিকট দোয়া কামনা করি।