মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধ : নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পেছাইন, উটমা, কোবাগা, এলাকাবাসীর উদ্যােগে মাদক ব্যবসায়ি ও মাদক সেবন এশিয়ান হাইওয়ে ছিনতাই কারিদের বিরুদ্ধে মানববন্ধন করেন। ৮/৯/২৫ সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে পেছাইন এলাকায় মানববন্ধন করেন এতে পেছাইন, উটমা, কোবাগা এলাকার শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক,বিশিষ্ট শিল্পপতি , সমাজসেবকবিকেএমইএ এর পরিচালক নজরুল ইসলাম স্বপন।জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, মাদকের জন্য আজ যুব সমাজ নষ্ট হচ্ছে মাদকের কালো ছোবলে যুবকরা ধংস হয়ে যাচ্ছে একটি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক ছেড়ে কলম ধরতে হবে এই মাদকের হাত থেকে যুব সমাজকে বাচাতে হলে সকলকে এগিয়ে আসতে হবে মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার সন্তান কি করে কোথায় যায় তার খোজ খবর রাখতে হবে পরিবারের। এবং কিছুদিন যাবৎ এশিয়ান হাইওয়ে রোডে ছিনতাই এর ঘটনা ঘটে যাচ্ছে সন্ধার পর থেকেই ছিনতাই কারীরা ওতপেতে থাকে প্রশাসনকে আরো কঠোর হতে হবে ও সব সময় তাদের নজরদারি রাখতে হবে কারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি আপনাদের পাশে সব সময় আছি মাদকের বিরুদ্ধে যা কিছু করা দরকার তা করে যাব।