মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইঁয়া এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বণাঢ্য র্যালী বের করেন।
৩/৯/২৫ বুধবার বিকেলে র্যালীতি তালতলা হয়ে বস্তল স্টান এসে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা ভূঁইয়া,জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রফিক,যুবদলের যুগ্ন আহবায়ক আমিরুল, মিন্টু মোল্লা, আমিনুল ইসলাম, সোহেল মিয়া, যুবদল নেতা ইকবাল প্রধান, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ মিয়া, ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আজিজ পন্ডিত, মাসুম/ইসলাম,সুমন, রমজান, সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আশরাফ ভুইঁয়া বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলতা কামনা করি ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্টার মাধ্যমে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন থেকে আন্দোলন সংগ্রামে যুবদল অগ্রনী ভুমিকা পালন করে আসছে। ও সকলে ঐকবদ্ধ ভাবে মিলেমিশে দেশকে সুন্দর ভাবে গঠন করা।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে যাবে তার নেতৃত্বে সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।