রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
সুনামগঞ্জে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক
মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ ২৮ বর্ডারগর্ড ব্যাটালিয়ন(বিজিবি)র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে ১৭০০ পিস শাড়ি,৭,২০০ পিস কসমেট্রিক ও ১৮০ কেজি জিরা ও একটি ইঞ্জিন চালিত স্ট্রিলবডি নৌকাসহ প্রায় দুইকোটি ৩ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা।
এর আগে গত ২৬ মে বিজিবি”র সদস্যরা অভিযান চালিয়ে আরো এককোটি ১১ লাখ ৬৪ হাজার এবং গত ২৮ মে আরো পৃথক একটি অভিযানে আরো এককোটি ৫২ লাখ তেইশ হাজার ১৫০ টাকাসহ গত কয়েকদিনের অভিযানে মোট ৫কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৬৪ টাকার অবৈধ ভারতীয় পণ্যসামগ্রী আটক করে বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা।
রোবরাব ভোর সাড়ে ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঐ সমস্ত অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করে জেলা শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেড কোয়াটারে আনা হয়।
দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের উপসিস্থিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন,ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকার চোরাকারবারীচক্ররা সক্রিয় থেকে প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এসব অবৈধ ভারতীয় পণ্য দেশের ভেতরে নিয়ে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে দেশের বিভিন্নস্থানে পাঠানোর চেষ্টাকালে আমরা গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসব পণ্য আটক করছি। তিনি আরো বলেন সুনামগঞ্জের কয়েকটি উপজেলায় ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোঃ মিটার সীমান্ত রয়েছে এবং আমাদের ১৯টি বিওপির সদস্যরা প্রতিনিয়ত এই পুরো সীমান্ত এলাকাটা নজরদারির মধ্যে রাখছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.