রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
সুনামগঞ্জের জামালগঞ্জে বিজিবি অভিযানে ভারতীয় পণ্য আটক
মো: উস্তার আলী,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকা দিয়ে দেশের ভেতরে নিয়ে আসা একটি ইজ্ঞিন চালিত স্ট্রীলবডি নৌকা সহ এককোটি ৫২ লাখ ২৩ হাজার টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পন্যসামগ্রী আটক করেছে ২৮ বর্ডারগার্ড(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা। বুধবার রাত ৮টায় সীমান্ত এলাকার চোরকারবাররীরা এই স্ট্রীলবডি নৌকাযোগে ভারতীয় পণ্য যেমন ৩৪,৯৩০ কেজি ভারতীয় ফুসকা,২৩৬০ কেজি জিরা,৩২৪২ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়োদুধ নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পশ্চিম দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা রক্তিনদী দিয়ে আসার তথ্য গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে জানতে পেরে এই নৌকাতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট,বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড বিজিবির ১৮জন সদস্য অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পন্য আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এককোটি ৫২ লাখ,২৩ হাজার ১৫০টাকা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মল্লিকপুরস্থ বিজিবি”র হেডকোয়াটারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের উপস্থিতিতে ব্রিফ করেন ২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির ।
তিনি বলেন,ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা সক্রিয় থাকায় জেলার প্রতিটি সীমান্ত এলাকায় বিজিবি”র টহল জোরদার করা হয়েছে। আর আটককৃত এসব অবৈধ ভারতীয় পণ্য শুক্ল কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম চলছে বলে সাংবাদিকদের অবহিত করেন।সিংক- ২৮ বর্ডারগার্ড বিজিবি”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.