সিলেটের ওসমানীনগরে তিন বাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়াময়ীর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে ।হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের হেলপার ও সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশে ও ফায়ার সার্ভিস, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় চালক হাসপাতালে রয়েছেন।এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি মো. মনায়েম মিয়া কালবেলাকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামির এলাকায় ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।হাইওয়ে পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেন, তিন বাসের সংঘর্ষে হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনের লাশ ও আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাড়িগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]