জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: জারা লেবুর কদর দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছেছে বিদেশে। সিলেটের এই লেবু চাষ করে স্বাবলম্বী হয়েছে জৈন্তাপুরের প্রায় ১০০ কৃষক পরিবার।
রপ্তানি হওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। ফলে জারা লেবু চাষে আগ্রহ বাড়ছে জৈন্তাপুরের কৃষকের।
সিলেটের জৈন্তাপুরের আবহাওয়া সব সময়ই লেবুচাষের অনুকূল। তাই জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, হরিপুর, জৈন্তাপুর ও ফতেহপুর বাজারে অনেক আগে থেকেই লেবু কিনতে আসেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা।
তবে আশার কথা, এখন শুধু দেশে নয়, এসব লেবু প্রক্রিয়াজাত শেষে রপ্তানি হচ্ছে লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর, হরিপুর, বাগেরখাল, শিকারখাঁ, উৎলারপার, চিকনাগুল ইউনিয়নের উমনপুর, পানিছড়া, ঠাকুরের মাটি, নিজপাট ইউনিয়নের কালিঞ্চিবাড়িসহ বিভিন্ন অঞ্চলে টিলা শ্রেণির ভূমিতে এখন বাণিজ্যিকভাবে জারা লেবু চাষ হয়।
অন্য যে কোনো ফসলের চেয়ে এই লেবুর চাষ লাভজনক। তাই জারা লেবু চাষে আগ্রহী হচ্ছে কৃষক পরিবারগুলো।
Notifications