রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৭
সিরাজগঞ্জে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিরাজগঞ্জে র্যাব-১২ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৪জুলাই) সিরাজগঞ্জের রামগাঁতী এলাকায় র্যাব-১২ সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঈন উদ্দিন, র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়,সদর উপজেলার বিশ্বাস বাড়ী এলাকায় মেসার্স যমুনা ফ্লাওয়ার মিলস্ এর মালিক রেজাউলকে ২০ হাজার টাকা, জেলার সয়াধান গড়া এলাকার চিপস তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী মো মাহমুদুল ১০ হাজার টাকা, জেলার মিরপুর এলাকার সেমাই তৈরীর কারখানা এর স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা, জেলার কালিয়া এলাকার মরিচের গুড়া তৈরীর কারখাানা এর স্বত্ত্বাধিকারী হাজী আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা, এবং রায়পুর এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে কেরাম খেলা পরিচালনা করায় কেরাম বোর্ডের মালিক রতনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে র্যাব -১২ এর বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.