রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপরে
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে আরও ১০ সেন্টিমিটার।বিষয়টি বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন।জানা গেছে, পানি বাড়ার ফলে প্রতিদিনই নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত থাকায় অসহায় হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ, বিপাকে পড়েছেন জেলার গো-খাদ্য খামারিরা।বুধবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে কাজিপুরে মেঘাই ঘাটে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায়, সিরাজগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ জানায়, জেলায় বন্যায় ৫ হাজার ৯৬০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে, রোপা আমন, বোনা আমন, সবজী, আখ ও বীজ তলা, এছাড়াও বন্যায় শাহজাদপুর, কাজীপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর, চৌহালী ও উপজেলার নতুন নতুন কৃষি জমিতেও পানি ঢুকতে শুরু হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.