মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি :ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫) নামের দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই শিশুরা মায়ের সঙ্গে তাদের বাবার নানাবাড়ি মধুখালী উপজেলার জামালপুর গ্রামে বসবাস করেন। স্থানীয়রা জানায়, তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সঙ্গে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামে নিজের নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে নামে, এ সময় সেও ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ই মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শাকিলা আজাদ বলেন, শিশু দুজনকে হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে, তারপরও নিশ্চিত হওয়ার জন্য ইসিজি করে কনফার্ম হয়েছি যে তারা মারা গিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]