মোঃ ইলিয়াছ খান,সালথা উপজেলা প্রতিনিধি: ডাকাতি সহ একাধিক মামলার আসামি রাজীবকে আটক করেছে পুলিশ।
দেশ জুড়ে ছড়িয়ে থাকা একাধিক অপরাধে জড়িত কুখ্যাত অপরাধী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য খুলনার রাজীব সরদার (২৮) কে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর জেলার সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে চলা রাজীবের বিরুদ্ধে রয়েছে, চুরি অস্ত্র ডাকাতি ছিনতাই ও মাদক সন্ত্রাস সহ গুরুত্বপূর্ণ অভিযোগ।
রাজিব, খুলনা জেলা শাহজাহান আলী থানা এলাকার ঝাপদি গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে।
তবে বেশ কিছুদিন ধরে সে ফরিদপুরের সালথা থানার ফুলবাড়িয়া গ্রামে তার মামার বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের অভিযোগ, কোন পেশায় জড়িত না থাকলেও রাজিব নিয়মিত জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এর মাধ্যমে রয়েছে মাদক ব্যবসা অস্ত্র বহন, চুরি ডাকাতি। তার বিরুদ্ধে খানজাহান আলী সহ দেশের বিভিন্ন থানায় রয়েছে অন্তত ১০ টি মামলা। এছাড়াও আজ বুধবার সকালে আটক হয় যদুনন্দী এলাকার লালন বিশ্বাস (৩৮) নামের আরো এক অপরাধী কে আটক করা হয়। তার বিরুদ্ধে ৪ টি পুলিশ অ্যাসল্ট মামলা সহ রয়েছে ১৫টি অভিযোগ।
এমন ঘটনা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয় বরং একটি সামাজিক অপরাধ। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তারা সমাজে ভয়াবহ প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন স্থানীয় সচেতন মহল।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, আটককৃত রাজিব সরদার এর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকসহ খানজাহানারি থানা সহ বিভিন্ন এলাকায় অন্তত ১০ টি মামলা রয়েছে। নিজের নাম, বাবা ও মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন আত্মগোপনে ছিল রাজিব। মঙ্গলবার রাতে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে মামার বাড়ির এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অপরদিকে আজ বুধবার সকালে উপজেলার যদুনন্দী এলাকা থেকে চারটি পুলিশ অ্যাসল্ট মাসলা সহ (১৫)টি মামলার আসামি লালন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
Notifications