রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
সারিয়াকান্দি পৌর এলাকায় সড়ক বাতি স্থাপনের উদ্বোধন
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার সকালে পৌর এলাকায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি) পরিবেশ ও বনমন্ত্রনালয়ের অর্থায়নে এবং সারিয়াকান্দি পৌরসভার বাস্তবায়নে ৯৯ লাখ ৯৭ হাজার ৫শ টাকা ব্যয়ে পৌর এলাকার সড়কে ৭৫টি সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপনের উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । এসময় পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল সহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.