রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
সারিয়াকান্দিতে শিশুকে অপহরণের পর হত্যা
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া চর গ্রামের এক শিশুকে অপহরণের তিন ঘন্টা পর শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা দায়ের পর পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে ওই চর গ্রামের একটি মসজিদে এশার নামজ শেষে বাড়ী ফিরছিলেন শিশু রাজ মামুন (৯)। এমন সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে অপরহণ করে। এরপর সন্ত্রাসী দলের এক সদস্য ঢাকা সাভারে আশ্রয় নেয়। সেখানে বসে শিশু স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে টাকা দাবী করে। সু-কৌশলে সাভারের বিকাশ এজেন্টের দোকানে সন্ত্রাসী দলের সদস্য ফরিদুল ইসলাম (৩২) টাকা তুলতে এলে পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর তার দেয়া জবানবন্দী মোতাবেক ঘটনার স্থান এলাকার ধানের জমির মধ্য হতে গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শিশু রাজ মামুনের মরদেহ উদ্ধার করা হয় এবং অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত আরো ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একই চরের সবুজ (২৫), কাশেম (২৫), মিস্টার আলী (৩০) ও হাসেম আলী (৩২)। শিশু রাজ মামুন বেড়াপাঁচবাড়িয়া গ্রামের সুলতান শেখের প্রথম ছেলে। সে স্থানীয় জামথল কেজি স্কুলের ২য় শ্রেণির ছাত্র। পুলিশের উপপরিদর্শক (এস আই) মাহাবুব হাসান গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে ৬ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামা নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও পলাতক ১ জনকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.