 
																
								
                                    
									
                                
পলাশ সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত আব্দুল মান্নান এমপি একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। মঙ্গলবার সকালে নিজাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, সহ সভাপতি ও কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনছার আলী মাষ্টার। এ সময় উপস্তিত ছিলেন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, কড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল হাসান বাবলু প্রমুখ।