রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭
সাভারে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণদাস ঘোষ কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাদল চন্দ্র সাহা।শুক্রবার বিকেলে শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় জেলা কমিটির নেতারা এ কমিটি ঘোষণা করেন।নবগঠিত কমিটির পরিচিতি সভার শুভ সূচনা করেন ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা জেলার সহ -সভাপতি অজিত কুমার চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মানিক মোল্লা।বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন প্রমুখ।পরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখার ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির সহ-সভাপতি মিঠুন সরকার বলেন, সাফল্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাভার উপজেলা শাখায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.