রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ১০ মহর্রম ১৪৪৭
সাভারে রাজপথে ঘুরে ঘুরে ছাত্রলীগ সভাপতির সেহরি বিতরণ
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
সাভারের রাজপথে ঘুরে ঘুরে ভাসমান মানুষদের মধ্যে সেহরি বিতরণ করেছেন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুর রহমান।
রোববার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় নিজের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেহরি বিতরণ করেন তিনি।
এসময় প্রায় কয়েকশ মানুষকে রোজা রাখার সেহরি খাওয়ান ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের এই শীর্ষ নেতা।
পরে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে সাভারে অনেক শিক্ষার্থী অবস্থান করছেন।
তিনি বলেন, চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার ও সেহরিতে তাদের রান্না করা খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
ছাত্রলীগের এই নেতা বলেন, করোনা সংকট চলাকালীন রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.