রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭
সাভারে ডাব গাছ থেকে পড়ে মুয়াজ্জিনের মৃত্যু
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার সাভারে বাড়ির পাশে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।আশুলিয়ার পশ্চিম আউকপাড়া এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহত জয়নাল আবেদীন আশুলিয়ার পশ্চিম আউকপাড়া এলাকার বাসিন্দা। তার বয়স ৪৫ বছর।নিহতের শ্যালক কবির হোসেন জানান, ভোরে বাড়ির পাশে ডাব পাড়তে গাছে ওঠেন জয়নাল। এ সময় অসাবধানতাবশত ৫০ থেকে ৬০ ফুট উঁচু ওই গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিঞা বলেন, ‘নিহত পরিবার ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি ওই ব্যক্তি গাছ থেকে পড়ে মারা গেছেন। নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে।রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.