1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ

মো: মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি :সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে সংবাদ সম্মেলন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবেক ছাত্রদলের নেতা আব্দুর রহিম। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জামপুরে মীরেরবাগ এবং জামপুর পশ্চিমপাড়া তরুদের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে দুই দলের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় জামপুর পশ্চিম পাড়ার শ্রমিক দল নেতা হান্নানের ছেলে মেহেদীর নেতৃত্বে মীরেরবাগের ছেলেদের দেশীয় অস্ত্র ছুরি, রামদা ও লাঠি সোঁটা নিয়ে বেদম মারপিট করা হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়।

আহতরা হলেন- আমির হোসেনের ছেলে আরিফ, ফজুল ভুঁইয়ার ছেলে নাহিদ, লোকমান মিয়ার ছেলে আ. সাত্তার, ইউসুফ আলীর ছেলে আরাফাত। এর মধ্যে নাহিদের অবস্থা আশঙ্কাজনক। সে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মাগরিবের সময় দুই গ্রামের লোকদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। আমি সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলাম বিধায় উভয় পক্ষকে শান্ত্ব করার চেষ্টা করি। দীর্ঘক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে মাগরিবের আজান দেওয়ার ফলে জামপুর পশ্চিম পাড়া মসজিদে নামাজ পড়তে চলে যাই।

তিনি আরও বলেন, বাসায় যাওয়ার সময় এএসআই ফরমান আলী সাহেব আমাকে নিয়ে আসেন আবার সমাধান করার জন্য। কিন্তু পথিমধ্যে হান্নান ভাইয়ের দোকান ভাঙা দেখে একটু দাঁড়ায়। এসময় যেকোনো একজন এ ছবি তুলে। পরবর্তীতে একটি পক্ষ এ ছবি নিয়ে প্রচার করতে থাকে আমি নাকি দোকান ভাঙচুর করেছি। এছাড়া স্থানীয় একটি গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। যা সম্পূর্ণ অসত্য, অবাস্তব ও অপপ্রচার। হান্নানের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকার ফলেই মূলত মিথ্যা গুজব সাজিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপণ্ন করছে। এছাড়াও সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক সাহেবকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যার কোনো ভিক্তি নেই।

আ. রহিম বলেন, ভাঙচুরের সঙ্গে আমি জড়িত নয়। যারা ভাঙচুর করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এছাড়া মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে মিরেরবাগের অর্ধশত পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আ. রহিম সোনাগাঁও ডিগ্রি কলেজের সাবেক ছাএ দলের আহ্বায়ক।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি