সোহরাব হোসেন, সাতহ্মীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রক্ষ্মরাজপুর বাজারে আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকালে শেখ মার্কেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি পরিষদের অফিস উদ্বোধন করা হয়।
ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন আমির মাওলানা জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পেশাজীবী পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, পেশাজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মায়ের দোয়া টেডার্স এর স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, সেক্রেটারী আশরাফুল ইসলাম,ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, নুরুজ্জামান, মোজাফফর হোসেন,দপ্তর সম্পাদক ও মের্সাস শামীম টেইলার্সের স্বত্বাধিকারী শামীম আহমেদ লাভলু সহ স্থানীয় নেতা ও কর্মীরা।
এসময় উপস্তিত নেত্রীবৃন্দ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে সমস্ত শাখা আছে তার মধ্যে অন্যতম হলো পেশাজীবি পরিষদ।
যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই শাখা গঠন করা হয়েছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং আল্লাহর খুশির জন্য সকল কার্য সম্পন্ন করতে হবে।ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ সকলের প্রচেস্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য মাগগফিরাত কামনা করা হয়।এবং যারা অসুস্থ হয়েছে তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]