সোহরাব হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:ক্রেতা সুরক্ষা আন্দোলন (সিআরবি) সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শপথ গ্রহণ করেন সিআরবির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সোয়াইব আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন, সিআরবি সাতক্ষীরা জেলার সভাপতি গোলাম রসূল রাসেল, সহ-সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, সার্ভিস ফি পণ্যের মূল্য নির্ধারণ সম্পাদক মফিজুর রহমান, মাহমুদুল হাসান, কুমারেশ দাশ, ইমরান হোসেন, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, বাবু।
শপথ শেষে মৌলিক চাহিদা পূরনের অধিকার, তথ্য পাওয়ার অধিকার, নিরাপদ পন্য বা সেবা পাওয়ার অধিকার,পছন্দের বা জানার অধিকার, অভিযোগ করা ও প্রতিকার পাওয়ার অধিকার, সুস্থ পরিবেশ ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা লাভের অধিকার সম্পর্কে আলোচনা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]