তফসিল ঘোষণা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো প্রতীক বরাদ্দ হয়নি এবং আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হয়নি। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রকাশ্য জনসভা ও প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দেখা গেছে ব্যতিক্রমী এক গণতান্ত্রিক উদ্যোগ। দলীয় ব্যানার বা প্রতীক ছাড়াই উপকূলীয় সংকট ও অস্তিত্ব রক্ষার দাবিতে জনতার মুখোমুখি হয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা।মঙ্গলবার (২০ জানুয়ারি) শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে আয়োজিত এক উন্মুক্ত নাগরিক সংলাপে অংশ নেন তারা। প্রচলিত নির্বাচনী প্রচারণার পরিবর্তে প্রার্থীরা স্থানীয় জনগণের দীর্ঘদিনের সমস্যা, জলবায়ু ঝুঁকি এবং এসব মোকাবিলায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের মূল দিক তুলে ধরেন।সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম, বিএনপি প্রার্থীর পক্ষে সোলায়মান কবির ও আশিক ইলাহি মুন্না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এস এম মোস্তফা আল-মামুন (হাজী মনির)।সংলাপে সবচেয়ে গুরুত্ব পায় সুপেয় পানির তীব্র সংকট। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে লোনা পানি উত্তোলনের ফলে মিষ্টি পানির আধার ধ্বংস হয়ে গেছে। এতে নারীদের দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে এবং লোনা পানির ব্যবহারে তারা জরায়ুজনিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]