সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাটি উত্তোলনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপ—কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইসারুল গ্রুপ ও বিএনপি কর্মী রিপন গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতরা চিকিৎসা নিতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে সেখানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুই পক্ষের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় প্রতিপক্ষের ওপর হামলায় জরুরি বিভাগে থাকা ফার্স্ট এইড বক্সের বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসা সামগ্রী অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা নিরাপত্তাহীনতায় ভুগে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। কিছু সময়ের জন্য জরুরি বিভাগের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হয়।
ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালের জরুরি বিভাগে সংঘটিত ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ অবগত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]