সোহরাব হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আদালত পাড়ায় আইনজীবী ও আইনজীবী সহকারী না হওয়া স্বর্ত্বেও কখনো আইনজীবী আবার কখনো আইনজীবী সহকারী পরিচয় দিয়ে সাধারণ বিচার প্রার্থীদের নানাভাবে হয়রানি করাসহ আদালতে বিভিন্ন মামলায় তদবির বানিজ্যের নামে হয়রানি করে আসছে। সাধারণ বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে এসব চিহ্নিত টাউট, দালান ও বাটপারদের নির্মূল করার জন্য আইনজীবী সহকারী সমিতির পরিচয় পত্রসহ ড্রেসকোড বাস্তবায়ন করার জন্য কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে আদালত পাড়ায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন আইনজীবী ও আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ। এমন যুগান্তকারী পদক্ষেপ বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্কের সমৃদ্ধি ঘটবে বলে মনে করেন আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।সম্প্রতি গত আগষ্ট মাসের শেষের দিকে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলামের পরামর্শক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম ও সাধারণ সম্পাদক এড.এমদাদুল হকের সার্বিক সহযোগিতায় আইনজীবী সমিতির আওতাধীন আইনজীবী সহকারী সমিতির সকল নিবন্ধিত সদস্যদের পরিচয় পত্রের সাথে নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক করা হয়েছে। এতে বিচারপ্রার্থীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করেন বার ও বেঞ্চ সংশ্লিষ্টরা।সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি সূত্রে জানা গেছে, নিবন্ধনকৃত সকল সদস্যদের বাধ্যতামূলক পরিচয় পত্রের সাথে আকাশি (ব্লু) রঙের শার্ট,কালো প্যান্ট পরতে হবে। এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী সহকারী সমিতির পক্ষ থেকে দালাল, বাটপার ও টাউটদের নির্মূল করতে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্তের মধ্যে রয়েছে আদালত চত্বরে থাকাকালীন সকল আইনজীবী সহকারী সমিতির সদস্যদের বাধ্যতামূলক ইউনিফর্ম পরিধানের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আদালতের এজলাসে ইউনিফর্মসহ পরিচয় পত্র ছাড়া কেউ মামলা পরিচালনার কাজ করতে পারবে না। যদি কেউ সেটি করে তাহলে তাকে টাউট হিসেবে গন্য করা হবে। পাশাপাশি সকল দালালদের চিহ্নিত করে আদালত প্রাঙ্গণ থেকে বিতাড়িত করার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু বলে-জেলা ও দায়রা জজ আদালত এবং আইনজীবী সমিতির পরামর্শ অনুযায়ী আমাদের সমিতির সকল সদস্যদের নির্দিষ্ট পোশাক ও পরিচয় পত্র পরিধান নিশ্চিত করা হয়েছে। এতে আদালতে মামলা পরিচালনা করতে সহজ হবে । দালাল ও টাউট মুক্ত হবে আদালত প্রাঙ্গণ।সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এম শাহ্ আলম জানান, সারাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারীদের নির্দিষ্ট পোশাক আছে। আমাদের সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারীদের সূ-নির্দিষ্ট পোশাক থাকা প্রয়োজন। এছাড়া বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সম্প্রতি আইনজীবী সহকারী দের পরিচয় নিশ্চিত করতে নির্দিষ্ট পোশাক এর কথা বলেছেন। তিনি আরো বলেন অনেক সময় দেখা যায় একজন টাউট বা দালাল কোন আইনজীবীর সহকারী পরিচয় দিয়ে বিচার প্রার্থীকে হয়রানি করে। প্রকৃত পক্ষে এ পরিচয় দানকারী কোন আইনজীবী সহকারী নয়। সূ নির্দিষ্ট পোশাক থাকলে সাধারণ মানুষ হয়রানি হবে না। এছাড়া তিনি আরও বলেন- আইনজীবী সহকারীদের সূ-নির্দিষ্ট পোশাক থাকলে মামলা পরিচালনা করা সহজ হবে।